ভোলার বোরহানউদ্দিনে শনিবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমক ভাবে পালিত হয়েছে। সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত¡রে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পূষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। এরপর আ'লীগ কার্যালয়ের সামনে সাংগঠনিক ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকালে স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বোরহানউদ্দিন পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ করে।
র্যালির পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবক লীগের জন্মদিনের কেক কাটেন। এরপর একই স্থানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. আলী হিরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মুকুল বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তার ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত। একটির পর একটি গুজব ছড়িয়ে তারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।
তিনি বলেন, যতদিন জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ থাকবে ততদিন বাংলাদেশ উন্নতির স্বর্ণ শিখড়ে পৌছে যাবে। তিনি উপস্থিত সকলকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান জানান। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার, জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আবিদুল আলম আবিদ, উপজেলা স্বেচ্ছাসেবক সেবকলীগের যুগ্ম আহবায়ক খোকন শিকদার, আকতার হওলাদার, সুজন হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জোহেব হাসান প্রমুখ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।