সরাইলে বাড়ির সামনে ফেলে গেল যুককের লাশ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ২৭শে জুলাই ২০১৯ ০৭:২১ অপরাহ্ন
সরাইলে বাড়ির সামনে ফেলে গেল যুককের লাশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাড়ির সামনে সড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৭ জুলাই) সকালে সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহত যুবকের নাম মোক্তার মিয়া (১৯)। সে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকার রহমত আলীর ছেলে।

নিহতের পিতা রহমত আলী বলেন, শুক্রবার দিবাগত রাত অনুমান ৩টার দিকে পাশ্ববর্তী দেওড়া গ্রামের মুছা ভূইয়ার ছেলে শাহীন (২৫), যাদবপুর গ্রামের আবুল খায়েরের ছেলে বাবু (২২)  ও শহিদ মিয়ার ছেলে রফিকুল (১৮) প্রতিদিনের মতো কাজ করার জন্যে তার ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। ভোর ৫টার দিকে মোক্তারের লাশ বাড়ির সামনে সড়কের পাশে ফেলে রেখে তারা পালিয়ে যায়। 

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন সত্যতা স্বীকার করে বলেন, প্রতিদিনের মতো মোক্তার ভোররাতে কাজের উদ্দেশ্যে তার সহকর্মী শাহীন, বাবু ও রফিকুলের সঙ্গে বেরিয়ে যায়।  সকালে তার বাড়ির সামনে লাশ ফেলে যায়। তার সহকর্মী রফিকুলকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা জানা যাবে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব