
প্রকাশ: ২৭ জুলাই ২০১৯, ২৩:৫৭

রাজধানীসহ সারা দেশে আরও তিনদিন বৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কাও রয়েছে।বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলীয় এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে এমনটা ঘটবে বলে জানিয়েছে আবহাওয়া সূত্র।সমুদ্র উত্তাল হওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান,
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
