গুজব ঠেকাতে টেকনাফ পুলিশের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: শনিবার ২৭শে জুলাই ২০১৯ ০৫:১১ অপরাহ্ন
গুজব ঠেকাতে টেকনাফ পুলিশের প্রচারণা

টেকনাফে গুজব ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামুলক প্রচরণা চালিয়েছে টেকনাফ মডেল থানা পুলিশ। এসময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সচেতনতামুলক বক্তব্যসহ লিফলেটও বিতরণ করা হয়েছে। সম্প্রতি দেশব্যাপী একটি কূ-চক্রীমহল ‘ছেলেধরা’ গুজব ছড়িয়ে নিরীহ মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে।

এধরনের গুজবে বিভ্রান্তি না হয়ে আইন নিজের হাতে তুলে না নিতে সচেতনতা মুলক প্রচারণা চালায়। কাউকে ছেলে ধরা সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাৎক্ষণিক আইন শৃংখলা বাহিনীকে অবহিত করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএসএস দোহা, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দিলিপ কুমার দাসসহ পুলিশ, শিক্ষক ও সংবাদকর্মী।

ইনিউজ ৭১/এম.আর