
প্রকাশ: ২৭ জুলাই ২০১৯, ২২:৫২

ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর এর উদ্যোগে বরিশালের আগৈলঝাড়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা সদরের সরকারী শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের সামনে শিক্ষার্থীদের প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা ও প্রকাশনা ব্যাবস্থাপক সত্যজিত রায় মজুমদার, সহকারী মো. নুরুন্নবী। সরকারী শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মুক্তিযুদ্ধের প্রামান্য চিত্র উপভোগ করেন।
ইনিউজ ৭১/এম.আর
