গুজব ছড়ানোয় টাঙ্গাইলে বিএনপিকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৭শে জুলাই ২০১৯ ০৪:৪৮ অপরাহ্ন
গুজব ছড়ানোয় টাঙ্গাইলে বিএনপিকর্মী গ্রেফতার

‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ ফেসবুকে এমন গুজব ছড়ানোর অভিযোগে টাঙ্গাইলে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিনগত রাতে ভূঞাপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহমান (২৩) একই উপজেলার পলশিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ সময় এসব কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ১টি কম্পিউটার পিসি উদ্ধার করা হয়। তিনি বিএনপির কর্মী বলে পুলিশ জানায়। শনিবার দুপুরে টাঙ্গাইলের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, গ্রেফতারকৃত যুবক তার নিজের ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে ভুয়া ফেসবুক আইডি, পেইজ ও গ্রুপ খুলে ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ এমন একটি পোস্ট দেয়। যা পরবর্তীতে একাধিক শেয়ার হয়। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার বলেন, এ ব্যাপারে শনিবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। গ্রেফতারকৃত যুবক বিএনপিকর্মী বলে এলাকাবাসী জানিয়েছে। পরে তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। তিনি আরো বলেন, ওই ব্যক্তি ফেসবুকে যে পোস্টটি  দিয়েছে তা হলো, “বাংলাদেশের পদ্মা সেতু নির্মান চলতে পথে বাঁধা হয়েছে তাই ১,০০,০০০ বা তার অধিক পরিমানে মানুষের মাথা প্রয়োজন। পদ্মা সেতুর কাজ চালাতে তাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশ জুরে ৪২টি দল বের হয়েছে এই মাথা সংরক্ষণ করার জন্য। এরা পথে ঘাটে খেলার মাঠে হাট বাজারে ইত্যাদি জায়গায় ঘুরে বেরায়। এদের কাছে আছে ধারালো ছুরি এবং বিষাক্ত গ্যাস যা ১০/১৫ হাত দূর থেকে স্প্রে করলে মানুষ অজ্ঞান হয়ে যাবে এবং তখন তারা মাথা কেটে নিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য মাথা কাটা। এর ভিতরে খুলনায় অনেক মাথা কেটে নেওয়া হয়েছে তাই সাবধান থাকবেন, বাসার সবাইকে সতর্ক করে দিবেন এবং বাসায় কোন ভিক্ষুক আসলে সাবধানে থাকবেন এবং কোন অপরিচিত কেউ আসলে দরজা খুলবেন না।”

ইনিউজ ৭১/এম.আর