বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে দেড় শতাধিক ইয়াবাসহ তিন ব্যবসায়ি ও পৃথক পৃথক স্থান থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আট আসামীসহ মোট ১১জনকে গ্রেফতার করেছে পুলশ। ইয়াবা আটকের ঘটনায় পুলিশের পৃথক দু’টি মামলা দায়ের। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, থানা পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে শুক্রবার রাতে থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার, ওয়ারেন্টভুক্ত পলাতক ৮আসামীসহ মোট ১১জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী যবসেন গ্রামের এসকেন্দার মোল্লার ছেলে মো. মনির মোল্লা (৩৮), চাঁদত্রিশিরা গ্রামের মৃত আমীর আলী খানের ছেলে আনোয়ার হোসেন, গৈলা গ্রামের মৃত বেলায়েত মৃধার ছেলে মো. সুজন মৃধা (৩০), একই গ্রামের জাকোব বাড়ৈর ছেলে দীপ বাড়ৈ (৩০), বাহাদুরপুর গ্রামের সুধা বিন্দু মন্ডলের ছেলে সমীর মন্ডল (৫২), নগড়বাড়ি গ্রামের মৃত জাহান্দার আলী খানের ছেলে হুমায়ুন কবীর খান। এছাড়ায় দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের নির্মল দাসের ছেলে মনোতোষ দাস (২০) ও একই গ্রামের বিমল দাসের ছেলে বাধন দাস (১৮)কে ১শ পিচ ইয়াবা ও পূর্ব বাগধা গ্রামের মৃত আবু মিয়ার ছেলে নরুল ইসলাম ওরফে ইজাবুল (৩৫)কে ৫৩ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।