বরিশালের আগৈলঝাড়ায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সকাল সাড়ে দশটায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা,সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরাবতা পালন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক জসীম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত। এসময় দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। পরে দল, দেশ ও জাতির অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মহিবুল্লাহ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।