বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৫ বছর ( রজত জয়ন্তী ) উৎসব উদযাপন করেছে , বরিশালের হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। ২৭ জুলাই শনিবার বেলা ১১ টায়, হিজলা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে প্রথমেই, জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতা কর্মিগণ। এরপরে কেক কেটে শুরু হয় উৎসবের বাকি আয়োজন। উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ আলতাফ হোসেন এর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহবুদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এবং মেমানিয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক কাজী লিয়াকত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান ( রিপন ), উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক কাজী আহসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সোলায়মান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এসে শেষ হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।