
প্রকাশ: ২৬ জুলাই ২০১৯, ৩:২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংবাদিকদের গুলি করে হত্যার হুমকি ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাইহান জিসান ও যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব হাসান হিমেলের পদ স্থগিত করেছে শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এছাড়াও এ ঘটনায় ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং ঘটনায় সম্পৃক্ততা থাকায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সহ-সভাপতি আহসান হাবীব জয় এবং কাজী নজরুল ইসলাম হলের যুগ্ম সাধারণ সম্পাদক জয় বড়ুয়াকে সতর্ক করা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব