কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংবাদিকদের গুলি করে হত্যার হুমকি ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাইহান জিসান ও যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব হাসান হিমেলের পদ স্থগিত করেছে শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এছাড়াও এ ঘটনায় ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং ঘটনায় সম্পৃক্ততা থাকায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সহ-সভাপতি আহসান হাবীব জয় এবং কাজী নজরুল ইসলাম হলের যুগ্ম সাধারণ সম্পাদক জয় বড়ুয়াকে সতর্ক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৯ জুলাই সাংবাদিকদের সাথে ঘটনা এবং পূর্ববর্তী বিভিন্ন সময়ে দলীয় বিশৃঙ্খলার ভিত্তিতে গত ২১ জুলাই গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব হাসান হিমেল ও সহ-সভাপতি মো. রাইহান জিসানের পদ স্থগিত করা হলো।’ বিজ্ঞপ্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘তদন্ত প্রতিবেদনের আলোকে কেন্দ্রের নির্দেশনায় শাখা ছাত্রলীগের প্রধান অভিযুক্ত দুই নেতার পদ স্থগিত এবং দুই নেতাকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও শাখা ছাত্রলীগের কোন নেতা-কর্মী যদি সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করে তাদের দায় ছাত্রলীগ নিবেনা।’
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের দুই হলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এমন খবরে পেশাগত দায়িত্বের খাতিরে সেখানে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে যায় সাংবাদিকরা। সেসময় ছাত্রলীগ নেতা শোয়েব হাসান হিমেল সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘গুলি করবো। বুলেট সাংবাদিক চিনে না, সাংবাদিক পাইলেই গুলি করে মারবো।’ এসময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাইহান ওরফে জিসান এক সাংবাদিককে মারতে স্বদলবলে তেড়ে আসেন। এ ঘটনায় হত্যার হুমকি ও লাঞ্ছনার বিচারের দাবিতে গত ২১ জুলাই (রবিবার) সকালে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বরাবর স্মারকলিপি দেয় সাংবাদিকরা এবং ঐ দিনই বিকালে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক সমিতির সদস্যরা কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। একই দিন শাখা ছাত্রলীগ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে এবং ঐ দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এছাড়া গত ২৪ জুলাই বিশ্ববিদ্যালয় থেকে এ দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেয়ার দাবিতে বুধ ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করে সাংবাদিকরা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।