‘‘শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই’’ প্রতিপাদ্য বিষয়কে সমানে রেখে কলাপাড়ায় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাবু চোসুয়ে হাওলাদার স্মরনে কচিমুখ নাট্যাঙ্গনের (ক না) আয়োজনে কলাপাড়া কেন্দ্রীয় বৌদ্ধ মন্দিরে এ চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা, কমরেড নাসির তালুকদার, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগমসহ অভিভাবকরা। এ প্রতিযোগিতায় ১৫টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। শেষে বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরষ্কার বিতরন করা হয়।
উল্লেখ্য বাবু চোসুয়ে হাওলাদার গত ০১ জুলাই সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করে পরলোগমন করেন। তিনি কলাপাড়া চারুকলা শিল্প একাডেমীর প্রতিষ্ঠাতা ও চারুকলা একাডেমীর শিক্ষক ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।