মিন্নির বাবা-মাকে গ্রেফতারের দাবি রিফাতের বাবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৬শে জুলাই ২০১৯ ০৬:১৫ অপরাহ্ন
মিন্নির বাবা-মাকে গ্রেফতারের দাবি রিফাতের বাবার

বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা-মাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন নিহত রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বড় ভাই আবদুল আজিজ শরীফ ও আবদুস সালাম শরীফ। 

পুলিশের তদন্তে আস্থা রয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে দুলাল শরীফ বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) মামলা তদন্তের দরকার নেই। মিন্নির বাবার দাবি নাকচ করে বলেছেন, মিন্নি এবং তার পরিবার প্রতারক। মিন্নিকে বাঁচানোর জন্য তারা মামলাটি পিবিআইতে নেওয়ার চেষ্টা করছে। এরআগে সকাল দশটার দিকে বরগুনা সিভিল সার্জন অফিসের চিকিৎসক ডা. হাবিবুর রহমান ও ডা. উম্মে সোলায়মান তাহিরা বরগুনা কারাগারে গিয়েছিলেন। তারা কারাগারের ২৮ জন হাজতিকে চিকিৎসা পরামর্শ দিয়েছেন। তাদের মধ্যে আয়শা সিদ্দিকা মিন্নিও রয়েছেন।


এর আগে ২৪ জুলাই দুপুরে বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে রিফাত শরীফ হত্যা মামলার তদন্তভার পিবিআইকে দেওয়ার দাবি জানিয়েছেন মিন্নির বাবাব  মোজাম্মেল হোসেন কিশোর। মিন্নির বাবা বলেন, বরগুনার একটি প্রভাবশালী মহলকে বাঁচাতে পুলিশ আমার মেয়ে মিন্নিকে ফাঁসাচ্ছে। তাই আমি এ মামলার তদন্ত পিবিআইতে হস্তান্তরের দাবি জানাচ্ছি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব