প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল বলেছেন, সারাদেশে যারা গুজব ছড়িয়েছে। এর ফলে গণপিটুনিতে মা হারিয়ে শিশু এতিম হয়েছে। কয়েকটি নিষ্পাপ তাজা প্রাণ অকালে ঝরে গেছে। প্রতিবন্ধি পর্যন্ত প্রাণ হারিয়েছে। তারা অমানুষ। তারা এই গুজবের গজবে একদিন ধ্বংশ হয়ে যাবে।
তিনি শুক্রবার জুম’আর নামাজের পর ভোলার বোরহানউদ্দিনের কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ১২ কোটি ২০ লাখ টাকা ব্যায়ে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মান কাজ উদ্বোধন কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ আজ বিশে^র কাছে উন্নয়নের রোল মডেল। আর এর কারিগর জননেত্রী শেখ হাসিনা। একটি স্বার্থান্বেসী মহলের কছে এ উন্নয়ন গলার কাঁটা। তাই তারা অন্য কোন উপায় না পেয়ে গুজব ছড়িয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।
তিনি সমবেত সুধি সমাজের প্রতি এ ব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান রাসেল আহমেদ, ভোলা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সরওয়ার হোসেন প্রমুখ। উদ্বোধন শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ মসজিদের খতিব মাও. জালালউদ্দিন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।