অদ্য ২৬ জুলাই ২০১৯ তারিখ মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্থল বন্দরের নিকটবর্তী জাইল্লারদ্বীপ এলাকায় নাফ নদীতে কোস্ট গার্ড বাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় সন্দেহজনক একটি কাঠের বোটকে ধাওয়া করা হলে বোটটি কিছুদূর গিয়ে উল্টে যায় এবং বোটের আরোহীরা পাড়ে উঠে জঙ্গেলে পালিয়ে যায়। ভাসমান বোটটি তল্লাশী করে বিভিন্ন বস্তা হতে ০৭ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এসময় চোরাকারবারীদেরকে ধাওয়া করা হলেও আটক করা সম্ভব হয়নি। ভাসমান উক্ত বোট ও ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও ২৫ জুলাই সন্ধায় চাঁদপুর জেলা সদর থানার বালিয়া গ্রাম থেকে একটি গোডাউন তল্লাশী করে ২১ লক্ষ ২৫ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় এ জালের উৎপাদনকারী অথবা গোডাউনজাতকারী কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করে মাদকবিরোধী অভিযান ও দেশের মৎস উৎপাদন বৃদ্ধিতে ও অবৈধভাবে মৎস আহরন বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাধীন এলাকাসমূহে অভিযান অব্যাহত রাখবে। এ সংক্রান্ত স্থির চিত্র সংযুক্ত করা হলো।