ছেলে ধরা গুজব বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে পিরোজপুরের কাউখালী থানা পুলিশের উদ্যোগে আজ শুক্রবার সকালে জনসাধারণকে সাথে নিয়ে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সকাল ১১ টায় কাউখালী থানা সম্মুখ থেকে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় গুজব বিরোধী লিফলেট বিতরণ করা হয়। র্যালীতে নেতৃত্ব দেন কাউখালী থানা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার।রাস্তার মোড়ে মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন, কাউখালী থানা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার, ওসি তদন্ত মোঃ ফরিদ হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পল্টন, কামরুজ্জামান মিঠু, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, ইউপি চেয়ারম্যান মোঃ দোলোয়ার সিকদার, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় প্রমুখ। সমাবেশে বক্তারা ছেলে ধরা সংক্রান্ত গুজবের কারণে শিক্ষার্থীদের ভয় না পাওয়ার আহবান জানান এবং কোন ব্যক্তিকে সন্দেহভাজন মনে হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করার আহবান জানান।র্যালীতে পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।