উখিয়ার নির্মাণ শ্রমিক সভাপতি জয়নাল ইয়াবা সহ আটক!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৬শে জুলাই ২০১৯ ১০:২১ পূর্বাহ্ন
উখিয়ার নির্মাণ শ্রমিক সভাপতি জয়নাল ইয়াবা সহ আটক!

কক্সবাজারের উখিয়ার অন্যতম শীর্ষ ইয়াবা গডফাদার সদ্য সমাপ্ত উখিয়া বহুমুখী নির্মাণ শ্রমিক সমবায় সমিতির নির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন (৩০)কে উখিয়া থানা পুলিশ ইয়াবাসহ আটক করেছে।বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোর্শেদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কোটবাবাজার স্টেশন থেকে তাকে আটক করেছে। এসময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।সে হলদিয়াপালং ইউপির মরিচ্যা পাগলিরবিল এলাকার ছৈয়দুর রহমানের পুত্র।সে ইতিপূর্বেও ৪হাজার ইয়াবাসহ গ্রেফতার হয়েছিল এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় মাদকের মামলা হয় মামলা নম্বর ২২/১৪ইং উক্ত মামলার সে এজাহারবভুক্ত আসামী।যোগাযোগ করা হলে উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর বলেন, জয়নাল আবেদীন মরিচ্যা এলাকার চিহ্নিত ইয়াবা কারবারি, তাকে ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।