আগৈলঝাড়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৫শে জুলাই ২০১৯ ০৯:১৪ অপরাহ্ন
আগৈলঝাড়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশব্যাপি মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে আগৈলঝাড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলা সদরে র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে¡ মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, একাডেমীক সুপার ভাইজার প্রাণ কুমার ঘটক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো, নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও মশক নিধন প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. আহসান হাবিব।সভায় ডেঙ্গু জ্বরে আক্রান্তর অন্যতম কারণ এডিস মশার আক্রমন ও এডিস মশার বংশ বিস্তারের জায়গা সমূহ পরিস্কার পরিচ্ছন্ন রাখার উপর সকলের প্রতি আহ্বান জানান।