শরীয়তপুর সদর হাসপাতালে ঝটিকা অভিযান পরিচালনা করে একজন নারী দালাল সহ ৪ দালালকে গ্রেফতার করেছে পালং থানা পুলিশ।বৃহস্পতিবার(২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জটিকা অভিযান পরিচালন করা হয়।আটককৃতরা হলেন শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামের আবুল কালাম ঢালীর ছেলে সুজন ঢালী, রাজ্জাক সরদারের ছেলে শাহারিয়ার ইকবাল, পৌরসভার স্বর্ণঘোষ (হাতিরকান্দি) গ্রামের আঃ বর আকনের স্ত্রী মলিনা ও নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুড়া গ্রামের ডা. সন্তোষ চন্দ্র দাসের ছেলে কমল দাস।গ্রেফতারকৃতদের পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়েছে।শরীয়তপুর পালং থানা পুলিশ জানায়, শরীয়তপুর জেলা শহরে অবস্থিত বিভিন্ন বেসরকারি ক্লিনিকের দালাল চক্র বহুদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ভাগিয়ে নিয়ে প্রতারণা করে আসছে।এই বিষয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় একাধিকবার আলোচনা ও সরকারি হাসপাতালে ঝটিকা অভিযানের সিদ্ধান্ত হয়।মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী ২৫ জুলাই দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে ঝটিকা অভিযান পরিচালনা কালে নারীসহ ৪ জন দালালকে আটক করতে সক্ষম হই।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করা হলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নারী দালালকে ১৫ দিন ও অপর পুরুষ দালালদের ১ মাস করে কারাদন্ড প্রদান করেন।শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ বলেন, শরীয়তপুর সদর হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিকের দালাল চক্র রোগী ভাগিয়ে নিয়ে প্রতারণা করে আসছে।বৃহস্পতিবার সদর হাসপাতালে ঝটিকা অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃতদের মধ্য ধেকে ৩ জন পুরুষ দালালকে ১ মাস করে ও একজন নারী দালালকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।