পটুয়াখালীর বাউফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছেলেধরা গুজবরোধে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজবৃহষ্পতিবার বেলা ১১ ঘটিকায় নাজিরপুর ছোটডালিমা মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা পুলিশ প্রশাসনের আয়োজনেএ সভা অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহববুব আলম এর সভাপতিত্বে সভায় গুজবরোধে ও গুজবে বিভ্রান্ত না হতে শিক্ষার্থীদের প্রতি বক্তব্য রাখেন, বাউফল থানার ওসি (তদন্ত) মাকসুদুর রহমান মুরাদ।তিনি বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে,এটি একটি গুজব। কেউ গুজবে কান দেবেন না। কেউ এধরনের গুজব ছড়ালে বা অপরিচিত কাউকে সন্দেহজনক মনে হলে ৯৯৯ অথবা আমাদেরকে জানাবেন।কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। মনে রাখবেন কাউকে শারীরিক ভাবে নির্যাতন করা একটি ফৌজদারী অপরাধ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।