পলাশে গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতন সভা

নিজস্ব প্রতিবেদক
আল-আমিন মিয়া, উপজেলা প্রতিনিধি পলাশ (নরসিংদী)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৫শে জুলাই ২০১৯ ০৪:০৯ অপরাহ্ন
পলাশে গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতন সভা

সারাদেশের ন্যায় নরসিংদীর পলাশ উপজেলাতেও গলা কাটা-ছেলে ধরা ও তিন দিন বিদ্যুৎ থাকবে না এমন গুজবের আতঙ্কে আতঙ্কিত পুরো পলাশবাসী। আর সেই আতঙ্কে না পড়ে সচেতন হয়ে স্বাভাবিক ভাবে চলার জন্য মানুষের মনোবল বাড়াতে ইতোমধ্যে উপজেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সভা-সেমিনার করে গুজব ঠেকাতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গলা কাটা-ছেলে ধরা ও তিন দিন বিদ্যুৎ থাকবে  না এমন গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার সকালে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উদ্যোগে ওই বিদ্যালয়ের ক্লাস শুরু হবার আগে বিদ্যালয়ের মাঠে প্রায় ২ হাজার ৬০০ শিক্ষার্থীদের মধ্যে এসব গুজবের বিরুদ্ধে সচেতনতা মূলক বক্তব্য রাখেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জহিরুল আলম। এসময় অন্যাদের মধ্যে আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশাদ উল্লাহ মনা, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শফিকুল ইসলাম প্রমূখ।