তিনদিন টানা বিদ্যুৎ থাকবে না এমন গুজবে কান না দেয়ার অনুরোধ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন একথা জানান।
বিদ্যুৎ বিভাগ থেকে বলা হয়, কোনো একটি মহল অসৎ উদ্দেশ্যে রটাচ্ছে যে, দেশে বিদ্যুৎ থাকবে না। এটা পুরোপুরি গুজব এবং সম্পূর্ণ ভিত্তিহীন। চাহিদার বিপরীতে গতকাল (মঙ্গলবার) পিক আওয়ারে গ্রস বিদ্যুৎ উৎপাদন ছিল ১১৬৪০ মেগাওয়াট। আরও বলা হয়, দেশের কোথাও লোডশেডিং ছিল না। আজ বুধবার বা আগামীকাল বা অন্যান্য দিনও চাহিদানুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হবে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২২০৫১ মেগাওয়াট।
এছাড়া দেশে বন্যা সত্ত্বেও তেমনভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে না। আগামীতেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না বলেও বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়েছে। গুজব রটানোকারিদের বিষয়ে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।