রাজধানীর খামারবাড়ি এলাকায় বোমাসদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বোমা কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৯ টার দিকে খামারবাড়ি মোড়ে ট্রাফিক বক্স সংলগ্ন সড়ক দ্বীপে বোমার মতো দেখতে বস্তুটি চোখে পড়ে। এরপর থেকে জায়গাটি ঘিরে নিরাপদ দূরত্বে অবস্থান করছে পুলিশ।
ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটের গাড়িতেজগাঁও জোনের সহকারী কমিশনার মাহামুদ হাসান বলেন, ‘সেখানে বোমাসদৃশ্য বস্তু রয়েছে জানার পর জায়গাটি কর্ডন করে রেখেছি। পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বোম ডিসপোজাল ইউনিটের এক্সপার্টরা ঘটনাস্থলে এসেছেন। উদ্ধার হওয়া বস্তুটি বোমা কিনা তা পরীক্ষা করে জানা যাবে।’ তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম উর রশিদ বলেন, ‘রাত ৯ টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। জায়গাটি থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে। যাচাই করার পর বলা যাবে বস্তুটি বোমা কিনা।’
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।