পটুয়াখালীর বাউফলে মো. মালেক ফকির (৩৫) নামে এক ব্যাক্তিকে ছেলেধরা সন্দেহে গনধোলাই দেয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলা বাউফল সদর ইউনিয়নের নকুল নায়েবের হাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাউফল ইউনিয়নের নকুল নায়েবের হাট এলাকার বাসিন্দা আবুল ডাক্তার বাড়ির পাশে মালেক ফকিরকে চল (মাছ ধরার এক ধরনের দেশীয় অস্ত্র) হাতে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে ছেলেধরা বলে ডাক চিৎকার দেন আবুল ডাক্তারের স্ত্রী লতিফুল বেগম। লতিফুল বেগমের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে মালেক ফকিরকে আটক করে মারধর করে। থানা পুলিশ খবর পেয়ে মালেক ফকির এবং আবুল ডাক্তারের স্ত্রী লতিফুলকে থানায় নিয়ে যায়।
পরে জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সত্যতা এবং কোনো অভিযোগ না থাকায় আজ মঙ্গলবার সকালে তাদেরকে ছেড়ে দেয়া হয়। মালেক ফকিরের বাড়ি একই ইউনিয়নের অলিপুরা গ্রামে। তাঁর পিতার নাম আসমান ফকির। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ভুল বোঝাবুঝির কারনে এ ঘটনা ঘটেছে। কোনো পক্ষের কোনো অভিযোগ না থাকায় উভয়কেই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।