কলাপাড়ায় চারদিন ধরে নিখোজ মাদ্রাসা ছাত্র সিয়াম

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: মঙ্গলবার ২৩শে জুলাই ২০১৯ ০২:০৪ অপরাহ্ন
কলাপাড়ায় চারদিন ধরে নিখোজ মাদ্রাসা ছাত্র সিয়াম

কলাপাড়ায় মাদ্রসা ছাত্র সিয়াম (১৪) চার দিন ধরে নিখোজ রয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া পৌরশহরের চিংগুড়িয়া নিজ বাসা থেকে মাদ্রসায় যাবার কথা বলে বাসা থেকে বের হলে চারদিনেও কোন সন্ধান না পাওয়া যায়নি তার। এদিকে তার নিখোজে দিশেহারা হয়ে পরেছে পরিবারসহ এলাকাবাসী। সিয়াম উপজেলার লালুয়া ইউনিয়নের মো. গোলাম রাব্বানীর বড় ছেলে এবং কলাপাড়া মারকাযুত তাহফিজ মডেল (হাফিযিয়া) মাদ্রাসার ছাত্র। এ ব্যাপারে নিখোজের পিতা সোমবার রাতে কলাপাড়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন, ডায়েরী নং (৯৩১)। 

গোলাম রাব্বানী জানান, গত চারদিন ধরে আতœীয় স্বজনসহ বিভিন্ন যায়গায় খোজাখুজির পর আজ কলাপাড়া থানায় একটি জিডি করেছি। এদিকে আমার স্ত্রীসহ গোটা পরিবার কল্লাকাটা আতঙ্কে নিদ্রাহীন রাত পার করছে। ছেলের শোকে তার মা বার বার মুর্ছা যাচ্ছে। তিনি আরো জানান, সিয়াম খুব মেধাবী এবং শান্ত প্রকৃতির ছেলে, মা বাবাকে না বলে কোন দিন একটি রাতও বাড়ির বাইরে কাটায়নি। তিনি সিয়ামকে খুজে পেতে পুলিশ প্রশাসনসহ সাংবাদিকদের সহযোগীতা কামনা করেছেন। সিয়ামের কোন সন্ধান পেলে (০১৭৩৭৯৭০৭৮০) এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পিতা গোলাম রাব্বানী। কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। অনুসন্ধান করে ব্যবস্থা গ্রহন করা হবে। 

ইনিউজ ৭১/এম.আর