ডেঙ্গু নিয়ে আতংকিত হবার কিছু নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৩শে জুলাই ২০১৯ ১২:০০ অপরাহ্ন
ডেঙ্গু নিয়ে আতংকিত হবার কিছু নেই

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালিক বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের কারণে উখিয়া-টেকনাফের মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। সোমবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। মন্ত্রী ইউনিসেফের অর্থায়নে পরিচালিত আরটিএম হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে তিনি রোহিঙ্গাদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রী চিকিৎসকদের রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দেরকেও চিকিৎসা সেবা দেওয়ার পরামর্শ দেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি হেল্থ স্পেশালিস্ট এইচএমপি গ্লোবাল প্রাকটিস ডা. বুশরা বিনতে আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-প্রধান (পরিকল্পনা) ডা. মহিদ উদ্দিন ওসমানি, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়া, কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. আবদুল মতিন ও উখিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মন্নান উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/এম.আর