ডোনাল্ট ট্রাম্পের কাছে মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টাকারি প্রিয়া সাহার বক্তব্যর প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে পিরোজপুরবাসী। ২২ জুলাই (সোমবার) বেলা ১১ টায় প্রিয়া সাহার নিজ উপজেলা নাজিরপুরবাসী এ মানববন্ধন করেন। উপজেলা পরিষদ সড়কে কনসার্টেড ইম্পীরিয়্যাল ক্লাবের আয়োজনে উক্ত মানববন্ধনে উপজেলার সর্বস্থরের জনগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য দিয়েছে প্রিয়া সাহা ওরফে প্রিয়াবালা বিশ্বাস। প্রিয়া সাহা নিজ স্বার্থ হাসিলের জন্য বিদেশীদের কাছে দেশ বিরোধী মিথ্যা তথ্য দিয়েছে। নাজিরপুরে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ ভাবে সহবস্থান করছে। এখানে কোন হিন্দু নির্যাতন বা গুমের ঘটনা নেই। এ কারনে প্রিয়া সাহাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দাবী করেন বক্তারা।
এসময় প্রিয়া সাহার নালিশি বক্তব্য রাষ্ট্রবিরোধীর সামিল বলে মনে করে বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, নাজিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, পিরোজপুর ইয়ূথ সোসাইটির চীফ কো-অর্ডিনেটর হাসিবুল ইসলাম হাসান, কনসার্টেড ইম্পীরিয়্যাল ক্লাবের সভাপতি হৃদয় খান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।