ভোলার বোরহানউদ্দিনে মাধ্যমিক পর্যায়ের দশটি শিক্ষা প্রতিষ্ঠানের দশজন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান ও আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাধারণ জ্ঞান(কুইজ)প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্বেচ্ছাসেবী সংগঠন বোরহানউদ্দিন সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সামাজিক উন্নয়ন সংস্থার সিনিয়র সদস্য বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বোরহানউদ্দিন থানার ওসি মু. এনামুল হক।
এছাড়া আরো বক্তৃতা করেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রকৌশলী আহম্মদউল্লাহ, ভোলা জেলা পরিষদের সদস্য নুরুল আমিন নিরব, ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজি মো. আ. মান্নান প্রমুখ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক তারেক। বক্তৃতা শেষে অতিথিবৃন্দ নির্বাচিত দশজন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির টাকা, কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার,সনদপত্র ও সকল অংশগ্রহণকারীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।