পটুয়াখালীর বাউফল সরকারি কলেজে যৌন হয়রানি, মাদক, বাল্য বিয়ে এবং ইভটিজিং সহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের করণীয় শীর্ষক এক স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১১ টার দিকে বাউফল সরকারি কলেজ অডিটরিয়ামে অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহাফুজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো, ফারুক হোসেন এবং বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দোকার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ছাড়াও শিক্ষার্থী ও শিক্ষকরা বক্তব্য রাখেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।