সাভারে কবিরাজের দেওয়া পানি পড়া খেয়ে ৪ জন গুরুতর অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় কথিত কবিরাজকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়। এর আগে গত শনিবার রাতে সাভারে কাউন্দিয়ার আলী নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, জাকির হোসেন (৫০) ও রাশেদুল ইসলাম মোল্লা (৩৫)। তারা দুজনই ঢাকা মিরপুরের বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক প্রাণকৃষ্ণ বলেন, গত শনিবার রাতে রাজধানীর মিরপুর থেকে সাভারের কাউন্দিয়া আলী নগর এলাকার ওহাব কবিরাজের বাড়িতে চিকিৎসা নিতে আসে নিহতরাসহ ৪জন। পরে তাদের চিকিৎসার জন্য পানি পড়া দেন কবিরাজ। ওই পানি পড়া খেয়ে তারা গুরুতর অসুস্থ্য হয়ে পরেন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক এফএম সায়েদ বলেন, এঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সেই সাথে অভিযুক্ত ওহাব কবিরাজকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।