
প্রকাশ: ২২ জুলাই ২০১৯, ২১:৩৫

বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির চিকিৎসার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে চিকিৎসাসহ মিন্নির পক্ষে দুটি আবেদন করেন তার আইনজীবী মাহবুবুল বারী আসলাম। বেলা ১২টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী আবেদন দুটি নামঞ্জুর করেন। পরে আইনজীবী মাহবুবুল বারী আসলাম সাংবাদিকদের বলেন, আয়েশা ছিদ্দিকা মিন্নির চিকিৎসাসহ দুটি আবেদন করেছিলাম। এর মধ্যে একটি আবেদন ছিল মিন্নির চিকিৎসা চেয়ে।

পরে ঐদিন বিকালেই চিকিৎসাধীন অবস্থায় রিফাত শরিফ মারা যায়। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫ থেকে ৬ জনকে আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঐ মামলায় এ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব