
প্রকাশ: ২১ জুলাই ২০১৯, ৩:৪৭

ছেলেধরা গুজবে কিছু মানুষের নিষ্ঠুরতায় মাকে হারালো অবুঝ শিশু তুবা। যে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলেন ওই মা সেই সন্তানের আগামীটা এখন হয়ে গেছে আরও বেশি অনিশ্চিত। তার মাকে কেন হত্যা করা হলো ছোট্ট তুবা যদি এমন প্রশ্ন করে কী জবাব দেবেন ওই হামলাকারীরা। পাপবোধ কি তাদের তাড়া করে ফিরবে না?

ইনিউজ ৭১/টি.টি. রাকিব