মানুষের নিষ্ঠুরতায় মমতাময়ী মাকে হারাল অবুঝ শিশু তুবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২১শে জুলাই ২০১৯ ০৯:৪৭ অপরাহ্ন
মানুষের নিষ্ঠুরতায় মমতাময়ী মাকে হারাল অবুঝ শিশু তুবা

ছেলেধরা গুজবে কিছু মানুষের নিষ্ঠুরতায় মাকে হারালো অবুঝ শিশু তুবা। যে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলেন ওই মা সেই সন্তানের আগামীটা এখন হয়ে গেছে আরও বেশি অনিশ্চিত। তার মাকে কেন হত্যা করা হলো ছোট্ট তুবা যদি এমন প্রশ্ন করে কী জবাব দেবেন ওই হামলাকারীরা। পাপবোধ কি তাদের তাড়া করে ফিরবে না?

কিন্তু তারপর একটি গুজব পাল্টে দিলো সব হিসেব-নিকেশ, গণপিটুনিতে প্রাণ গেলো এক মায়ের। ছেলেধরা গুজবে কিছু মানুষের নিষ্ঠুরতা রক্তাক্ত করেছে স্নেহের আঁচল। কিন্তু কেন এই পাশবিকতা? কেইবা রেনু? সে কি সত্যিই ছেলেধরা, নাকি মমতাময়ী এক মা? কী বলছে স্বজন-প্রতিবেশীরা?

যদিও ছোট্ট তুবা এখনও জানেই না যে মা নেই, মা আর ফিরে আসবে না কখনই। আর কখনোই জাপটে ধরবে না বুকের ভেতর,কিনে দেবে না রঙিন জামা ও হরেক খেলনা। আটষট্টি হাজার গ্রামের প্রতিটি মাঠ থেকে খুঁজে নিয়ে আসা, সবচেয়ে সুন্দর সরিষা ফুলের সবটুকু রেণু দিয়েও আর ফিরিয়ে আনা যাবে না মমতাময়ী এক রেনুকে তবে চাইলেই তো ফেরানো যায় মনুষ্যত্ববোধ। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব