
প্রকাশ: ২১ জুলাই ২০১৯, ২২:৪৪

সংখ্যালঘুদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যা অভিযোগকারী প্রিয়া সাহা প্রসঙ্গে পরষ্পর বিরোধী মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (২১ জুলাই) জয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এবং আইনমন্ত্রী একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে প্রিয়া সাহা সম্পর্কে এসব মন্তব্য বলেন। প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন সে বিষয়ে ভেরিফাইড ফেসবুক পেজের স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, গত নির্বাচনের পর আমি একটু বিরতি নেই, তাই এই পেজেও কম পোস্ট করা হয়। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে আমার কিছু বলা উচিত বলে মনে হলো।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব