ব্যবসায়ীদের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: রবিবার ২১শে জুলাই ২০১৯ ০৪:১২ অপরাহ্ন
ব্যবসায়ীদের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

কলাপাড়ার মৎস্য বন্দর মহিপুরে সুবিধাভোগী একটি কুচক্রী মহল বিভিন্ন সময় ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মানবন্ধন ও প্রতিবাদ সভা করেছে বন্দর ব্যবসায়ীবৃন্দ। রবিবার দুপুরে মহিপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শেষে মহিপুর বাজারের শেখ রাসেল সেতুর নিচে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধে বক্তব্য রাখেন মহিপুর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা ডা.খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ডা.রুহুল আমিন দুলাল, ব্যবসায়ী শাজাহান খলিফা। এসময় মহিপুর থানার বিভিন্ন শ্রেনীর প্রায় শতাধিক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বক্তরা অভিযোগ করে বলেন, মহিপুর বন্দরে সরকারি খাস জমিতে দারিদ্র শ্রেণীর মানুষ বন্দোবস্ত নিয়ে ব্যবসা পরিচালনার মাধ্যমে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে জীবিকা নির্বাহ করে আসছে। এ নিয়ে স্থানীয় একটি সুবিধাভোগী মহল বিভিন্ন সংবাদ মাধ্যমে ভুল তথ্য দিয়ে তাদের হয়রানী করছে। এছাড়া যারা এখনো বন্দোবস্ত পায়নি তারা সরকারের কাছে বন্দোবস্ত পাওয়ার অনুরোধ জানান।  

ইনিউজ ৭১/এম.আর