বরিশালের আগৈলঝাড়া উপজেলার সীমান্তবতী ভাউধর গ্রামে কুকুরে কামড়ের চার মাস পর জলাতঙ্গ রোগে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে উপজেলার সীমান্তবর্তী ভাউধর গ্রামের মৃত হরলাল বাড়ৈর স্ত্রী সিতা বাড়ৈ(৬০)কে চার মাস পূর্বে কুকুরে কামড় দেয়। তখন দরিদ্র হওয়ায় টাকার অভাবে কোন টিকা নিতে পারেনি সিতা বাড়ৈ।
স্থানীয় ভাবে কবিরাজি অসুধ খেয়ে সুস্থ থাকেন। চার মাস পর শনিবার বিকেলে সিতা বাড়ৈর জলাতঙ্গ রোগ দেখা দিলে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসেন তাকে। তাকে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। বরিশাল শেবাচিম হাসপাতাল থেকেও তাকে ফেরত দেয়ার পর নিজ বাড়ি ভাউধর আনা হলে শনিবার রাতে সিতা বাড়ৈর জলাতঙ্গ রোগে মৃত্যু হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।