
প্রকাশ: ২০ জুলাই ২০১৯, ৪:১২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের পেছনে প্রিয়া সাহার ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থ অর্জনের চেষ্টা রয়েছে বলে মনে করছেন তার নিকট আত্মীয়সহ এলাকাবাসী। দেশের বিরুদ্ধে মিথ্যাচার করায় তাকে প্রত্যাখ্যান করেছেন নিজের এলাকা পিরোজপুরের নাজিরপুরের জনগণ। প্রিয়া সাহার বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নিজ গ্রাম মাটিভাঙ্গা ইউনিয়নের চরবানিয়ারী তার সম্প্রদায়ের লোকজনই। এলাকাবাসী প্রিয়ার বক্তব্য প্রত্যাখান করে তার মিথ্যাচারের বিরুদ্ধে রোববার নাজিরপুরে মানববন্ধনের ডাক দিয়েছেন। ৫৪ বছর বয়সী প্রিয়া সাহার আসল নাম প্রিয় বালা বিশ্বাস। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের চরবানিয়ারী গ্রামের মৃত নগেন্দ্র নাথ বিশ্বাসের মেয়ে তিনি। প্রিয়া সাহার শ্বশুর বাড়ি যশোর জেলায়। তার স্বামী মলয় কুমার সাহা দুদকের সদর দফতরে সহকারি উপ-পরিচালক পদে কমর্রত রয়েছেন। তাদের বর্তমান ঠিকানা বাসা-৪৩, এএনজেড এ্যাম্বোসিয়া, ফ্লাট-বি/২, রোড-৪/এ, ধানমন্ডি,ঢাকা। তার দুই মেয়ে প্রজ্ঞা পারমিতা সাহা ও ঐশ্বর্য লক্ষ্মী সাহা যুক্তরাষ্ট্রে পড়াশুনা করছেন।


প্রসঙ্গত, প্রিয়া সাহা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা থেকে সদ্য প্রকাশিত ‘দলিত কণ্ঠ’ নামক একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক। এছাড়া বাংলাদেশের দলিত সম্প্রদায় নিয়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালক হিসেবে তিনি কর্মরত।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব