উখিয়ার উপকূলীয় ইনানী চারাবটতলী স্টেশনে মোবাইল কোর্টের মাধ্যমে দীর্ঘ ২ ঘন্টা অভিযান চালিয়ে উখিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) এর নেতৃত্বে প্রায় ৩০ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ করে পুড়ে ফেলা হয়েছে।
সহকারী কমিশনার( ভুমি) ফখরুল ইসলাম বলেন সরকারি ভাবে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর থেকে সমুদ্রে সাময়িক ৬৫ দিন মাছ না ধরার জন্য জেলেদের নিষেধাজ্ঞা আরোপ করলেও তাঁরা তা না মেনে চুরি করে প্রতিনিয়ত মাছ মারার খবর পাই। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করি। এতে প্রায় ত্রিশ লক্ষ টাকার মতো কারেন্ট জাল জব্দ করে ঘটনাস্থলে পুড়িয়ে ফেলি।
ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও উপস্থিত ছিলেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা ও ফাঁড়ির টু আইসি এসআই সাইফুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।