
প্রকাশ: ২০ জুলাই ২০১৯, ১:১৩

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রোগীদের দুয়ারে আসছে ভাসমান হাসপাতাল। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সন্ধ্যা নদীর ছারছীনা এলাকায় হাসপাতাল এসে নোঙর করে। নদী বেষ্টিত উপজেলার নদী যখন রোগীদের হাসপাতালে যেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তখন রোগীদের পাশে চিকিৎসাসেবা দিতে উপস্থিত এ ‘ইমপ্যাক্ট জীবনতরী’ ভাসমান হাসপাতাল। ইতোমধ্য এ হাসপাতালের চিকিৎসাসেবা নিতে গ্রাম-গঞ্জ ছাড়াও ভিড় জমাতে শুরু করে দিয়েছে দূরদূরান্তের মানুষ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এখানে প্রতন্ত্য অঞ্চলের মানুষ সল্প খরচে চিকিৎসা সেবা পাচ্ছে। মানুষের অনুরোধে এখানে আমরা হাসপাতাল নোঙর করেছেন। তারা জানান, এখানে নাক,কান ও গলা রোগের চিকিৎসা, জন্মগত মুগুর-পা,বাকা-পা, ঠোট কাটা,তালুকাটা চিকিৎসা ও অপারেশন করা হয়। বিশেষজ্ঞ সার্জন দ্বারা অতিব আধুনিক অপারেশন থিয়েটারে করা হয় প্রয়োজনীয় অপারেশন। জরুরী প্রয়োজনে সুদূর ঢাকা থেকে প্লেনে করে আসেন বিশেষজ্ঞ ডাক্তার।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব