বরিশালের হিজলা থানায় নবাগত ওসি ( অফিসার ইনচার্জ ) অসিম কুমার সিকদার এর সাথে মতবিনিময় সভা করেছেন, হিজলা রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ। ২০ জুলাই বেলা ১১ টার অফিসার ইনচার্জ ( ওসি ) এর কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ইউনিটির সভাপতি এবং দৈনিক কীর্তনখোলা পত্রিকার প্রতিনিধি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এবং ইনিউজ৭১ এর বিশেষ প্রতিনিধি তালুকদার মামুন, সাংগঠনিক সম্পাদক এবং চ্যানেল এস এর প্রতিনিধি মিলন সরদার সহ ইউনিটির অন্যান্য সদস্য বৃন্দ।
মতবিনিময় সভায় ওসি বলেন, এর আগে তিনি বোরহান উদ্দিনে ওসি'র দায়িত্বে ছিলেন, সেখান থেকে হিজলা থানায় এসে ওসি হিসেবেই দায়িত্ব নিয়েছি।আইন শৃঙ্খলা রক্ষায় তিনি এবং তার সদস্যরা সব সময় প্রস্তুত। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণে যা যা করার আমি তাই করবো। মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। তাই মাদকের সাথে যেই থাকুক না কেনো, কেউ রেহাই পাবে না। মাদককে নির্মূল নয়, নিয়ন্ত্রণ করা সম্ভব। আগামীতে দেশ পরিচালনার জন্য ভালো মেধার প্রয়োজন হবে। তাই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সরকার। পাশাপাশি বাল্য বিয়ে এবং ইভটিজিং এর ব্যাপারেও সোচ্চার রয়েছেন তিনি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।