সাভারে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী।আহত বশির আহম্মেদ(৪০) বর্তমানে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ অভিযোগে গৃহবধূ খাদিজাকে আটক করেছে পুলিশ। আটক গৃহবধূর নাম খাদিজা বেগমকে (২৭), সে বরিশাল জেলার কোতয়ালী থানার বশির আহম্মেদ(৪০)’র স্ত্রী। শনিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ তরিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার ভোরের দিকে সাভারের মালঞ্চ এলাকায় একটি ভাড়া বাসায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয় স্ত্রী। গুরুতর অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।পরে শনিবার ভুক্তভোগির ভাই আব্দুস সালাম বাদী হয়ে গৃহবধু খাদিজার বিরুদ্ধে সাভার থানায় একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগী বশির আহম্মেদ বরিশাল জেলার কোতয়ালী থানার সিরাজুল ইসলামের ছেলে৷ তিনি সাভারের রাজ্জাক প্লাজায় মোবাইল সার্ভিসিং এর কাজ করেন। মামলা সূত্রে জানা যায়, গত কয়েক দিন যাবৎ মোবাইলের সিম হারানো নিয়ে বশির ও তার স্ত্রীর খাদিজার মধ্যে কলহ চলছিল। সেই জেরে শুক্রবার ভোরের দিকে সাভারের মালঞ্চ এলাকায় ভাড়া বাসায় বশিরকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন অবস্থায় লিঙ্গ কেটে দেয় তার স্ত্রী খাদিজা। এরপর চার বছরের মেয়ে নুসাইবাকে রেখে কৌশলে বাসা থেকে পালিয়ে যায়। পরে ভুক্তভুগীর চিৎকারে আশেপাশের লোকজন তাকে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে এসআই তরিকুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে শনিবার (১৯ জুলাই) ভোরে সাভারের বনপুকুর এলাকা থেকে খাদিজাকে আটক করে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে৷
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।