ফরিদপুর সদর উপজেলার ধুলদীতে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক উল্টে খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, ঢাকা থেকে পিরোজপুরগামী বিদ্যুতের মালামাল বহনকারী একটি ট্রাক আজ (শনিবার) ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। তিনি আরও জানান, শ্রমিকরা উল্টে যাওয়া ট্রাকের মালামালের নিচে চাপা পড়েন। পরে ট্রাক সরিয়ে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
নুরুল আলম জানান, গুরুতর আহত অবস্থায় আরও পাঁচ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই শ্রমিকের মরদেহ কানাইপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কানাইপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ এস আই জয়নুল ইসলাম জানান, দুই শ্রমিকের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।