
প্রকাশ: ১৯ জুলাই ২০১৯, ২:৫৯

বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে প্রিয়া সাহা কেন অমন বিতর্কিত মন্তব্য করলেন সেটি খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতিমন্ত্রী জানান, তিনি (প্রিয়া সাহা) কেন এটা করলেন তা খতিয়ে দেখা হবে। শাহরিয়ার আলম বলছেন, ‘প্রিয়ার অভিযোগগুলোও সরকার শুনবে এবং খতিয়ে দেখবে।’ এর আগে এবিসি নিউজের একটি ভিডিও থেকে ট্রাম্পের সঙ্গে প্রিয়া সাহার কথোপকথনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওভাল অফিসে বিভিন্ন দেশের সংখ্যালঘুদের সঙ্গে ট্রাম্পের ওই সাক্ষাতে প্রিয়া দাবি করেন, বাংলাদেশ থেকে ৩৭ মিলিয়ন অর্থাৎ ৩ কোটি ৭০ লাখের মতো হিন্দু, বৌদ্ধ এবং খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ ‘ডিজঅ্যাপিয়ার্ড’ হয়েছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব