পিরোজপুরের নাজিরপুরে হাতের লেখার খাতা না দেখানোয় শিক্ষকের মারধরসহ কলমের আঘাতে চোখ নষ্ট হওয়ার উপক্রম আল মামুন (৯) নামে এ দ্বিতীয় শ্রেণীর ছাত্রের। গত ২ জুলাই সকালে উপজেলার ৩৩ নং মধ্য কলারদোয়ানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম (খোকন) এ কান্ড ঘটিয়েছেন। এ ঘটনায় বিচার চেয়ে ওই ছাত্রটির মা বাদী হয়ে পিরোজপুর কোর্টে একটি মামলা দায়ের করেছেন। শিক্ষকের শাসন বলে ওই ছাত্রের পিতা প্রাথমিকভাবে ওই ঘটনাটি চেপে গিয়েছিলেন। সাধ্যমত ওই পিতা ছেলেটিকে নিয়ে ভিবিন্ন চোখের ডাক্তার দেখিয়ে সুস্থতার পরিবর্তে ক্রমেই এখন ওই ছেলের চোখ নষ্টের পথে।
ওই ছাত্রের পিতা মো. সোহাগ মিয়া অভিযোগ করে জানান, তার ছেলে আল-মামুন ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়ে। ঘটনারদিন তার ছেলে বিদ্যালয়ে ওই শিক্ষকের দেওয়া হাতের লেখার খাতা নিয়ে যায়নি। খাতা না দেখাতে পারায় তার ছেলেকে শ্রেণীকক্ষের টেবিলের কাছে ডেকে নিয়ে শিক্ষক সাইফুল ইসলাম প্রথমে চড় থাপ্পর মারেন। তাতেও তিনি ক্ষান্ত না হয়ে এক পর্যায়ে ছেলের বাম চোখে কলম দিয়ে খোঁচা মারেন। এতে সাথে সাথে তার ছেলে আল-মামুন অজ্ঞান হয়ে পড়ে।
ঘটনাটি চেপে গিয়ে সোহাগ মিয়া পরের দিন নেছারাবাদ উপজেলায় চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ রেজাউল হকের কাছে চিকিৎসা নেন। ওই ডাক্তারের দেওয়া চিকিৎসাপত্র অনুযায়ি শিশুটির চিকিৎসা চলতে থাকলেও বর্তমানে আল-মামুন তার বাম চোখে মোটেও দেখতে পাচ্ছেনা। এ বিষয়ে নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জুয়েল এর কাছে জানাতে চাইলে তিনি মুঠো ফোনে জানান বিষয়টি এই কেবলমাত্র আপনার মাধ্যমেই জানলাম। এ ব্যাপারে ছাত্রের কোন অভিভাবক তাকে এ বিষয়ে কোন অভিযোগ জানননি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।