মাদারীপুরের কালকিনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসক মোঃ রেজাউল করিমের বাসায় চুরি সংগঠিত হয়েছে। চোরেরা তার বাসা থেকে ৩০ হাজার টাকার মূল্যের তিনটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। আজ শুক্রবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। তবে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুত্রে জানাগেছে, চিকিৎসক মোঃ রেজাউল করিম বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার রাত তিনটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের জরুরী বিভাগের দায়িত্বে থেকে চিকিৎসা সেবায় ব্যস্ত ছিলেন। এ সুযোগে একটি চোর চক্র তার বাসায় প্রবেশ করে সরকারি কাজে ব্যবহৃত একটি মোবাইল ও ওই চিকিৎসকের ব্যক্তিগত কাজে ব্যবহৃত দুইটি মোবাইল নিয়ে কেটে পরে। পরে এ ঘটনায় চিকিৎসক রেজাউল করিম কালকিনি থানা একটি অভিযোগ দায়ের করে।
চিকিৎসক রেজাউল করিম বলেন, আমি হাসপাতালে জরুরী বিভাগে ডিউটি ছিলাম। এ সুযোগে খালি বাসা পেয়ে চোরেরা বসায় ঢুকে তিনটি মোবাইল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, এ বিষয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।