রিফাত হত্যা: রিশান ফরাজী পাঁচ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৯শে জুলাই ২০১৯ ০৬:১৩ অপরাহ্ন
রিফাত হত্যা: রিশান ফরাজী পাঁচ দিনের রিমান্ডে

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার তিন নম্বর আসামি রিশান ফরাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার সকাল ১০টায় বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সিরাজুল ইসলাম গাজী এ রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকেজ জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে তাঁকে গ্রেপ্তার করার হয়েছে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ   সুপার মো. মারুফ হোসেন।  

রিশান ফরাজীকে গ্রেফতারের পর শুক্রবার সকালে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত রিশান ফরাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ বিষয়ে রিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, রিশান ফরাজীকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত রিশান ফরাজীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করে রিফাত শরীফকে। গুরুতর আহত রিফাতকে তাৎক্ষণিকভাবে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়ার পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ঐদিন বিকালেই চিকিৎসাধীন অবস্থায় রিফাত শরিফ মারা যায়। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫ থেকে ৬ জনকে আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব