নালিশ ছাড়া বিএনপি'র অন্য কোন পথ নেই: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৯শে জুলাই ২০১৯ ০২:৫৪ অপরাহ্ন
নালিশ ছাড়া বিএনপি'র অন্য কোন পথ নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। এখন তাদের নালিশ ছাড়া অন্য কোন পথ নেই। শুক্রবার সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বলেন, করাপশন ইজ করাপশন। আপনি করাপশন করবেন, অনিয়ম করবেন। এটা অনিয়ম ও করাপশন হিসেবে দেখা হবে। করাপশনের দ্বিতীয় ব্যাখ্যা নেই। 
সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে দুদক চেয়ারম্যানের বক্তব্য তার ব্যক্তিগত মত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।