উখিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৯শে জুলাই ২০১৯ ০২:০৪ অপরাহ্ন
উখিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

“মাছ চাষে গড়ব দেশ”বঙ্গবন্ধুর বাংলাদেশ” মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উখিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে র‌্যালী, মৎস্য পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উখিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ বাস্তবায়নে উপজেলা পরিষদর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ শেষে র‌্যালীটি একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা হল রুমে মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদের সভাপতিত্বে এক আলোচনা সভা অণুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মোঃ ফখরুল ইসলাম সহকারী কমিশনার (ভুমি), বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোলতান আহমদ। এতে আরো উপস্থিত ছিলেন এনজিও, মাছ চাষি, সাংবাদিকবৃন্দ। সভায় প্রধান অতিথি বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে মৎস্যজীবীদের এগিয়ে আসার আহবান জানান।