অন্যদিকে গাইবান্ধা শহরের পিকে বিশ্বাস রোড, সান্তার পট্টি রোড, স্টেশন রোডের কাচারী বাজার থেকে পুরাতন জেলখানা পর্যন্ত, ভিএইড রোড, ডেভিড কোম্পানিপাড়ার ২টি সড়ক, মুন্সিপাড়া শহীদ মিনার সংলগ্ন সড়ক, ব্রিজ রোড কালিবাড়িপাড়া সড়ক, কুটিপাড়া সড়ক, পূর্বপাড়া সড়ক, একোয়াস্টেট পাড়া সড়ক, বানিয়ারজান সড়ক, পুলিশ লাইন সংলগ্ন সড়ক হাঁটু পানিতে নিমজ্জিত।গাইবান্ধার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রোকছানা বেগম বাংলানিউজকে জানান, এ পর্যন্ত ১ হাজার মেট্রিক টন চাল, দশ লাখ টাকা এবং ১০ হাজার প্যাকেট শুকনো খাবার পাওয়া গেছে, যার বেশিরভাগ অংশই বিতরণ করা হয়েছে।