১১ খাতে ওয়াসার দুর্নীতি পেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৮ই জুলাই ২০১৯ ০৭:৩৩ অপরাহ্ন
১১ খাতে ওয়াসার দুর্নীতি পেয়েছে দুদক

ওয়াসার ১১টি খাতে অনিয়ম-দুর্নীতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পরিপ্রেক্ষিতে ১২টি সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (১৮ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের হাতে এ সংক্রান্ত প্রতিবেদন তুলে দেন দুদকের কমিশনার মো. মোজাম্মেল হক খান।দুদক কমিশনার বলেন, আমরা ওয়াসা নিয়ে সমীক্ষা করে দেখেছি, এখানে প্রায় ১১টি জায়গায় দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর বিপরীতে আমরা ১২টি সুপারিশ করেছি।

মোজাম্মেল হক খান বলেন, আমরা বিভিন্ন প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করে তাদের যেসব জায়গায় দুর্নীতির সুযোগ রয়েছে বা যেসব জায়গায় দুর্নীতি ঘটে বলে বিভিন্ন ধরনের তথ্য রয়েছে, এর ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করেছি। এটা বিশাল কোনো গবেষণাধর্মী প্রতিষ্ঠানের কাজ নয়। এটা আমাদের কর্মকর্তারা করেছেন। তবে যেগুলো বলেছি তা খণ্ডন করারও কিছু নেই। এগুলো বাস্তব।এলজিআরডি মন্ত্রীর উদ্দেশে দুদকের কমিশনার বলেন, দুর্নীতির উৎসের কথাগুলোই আপনার জ্ঞাতার্থে বলতে চাই, যাতে ওয়াসা কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটু সংবেদনশীল করতে পারেন। এই জায়গাগুলোতে যদি নজর দেন, তাহলে এগুলো সংশোধন হবে। ভবিষ্যতে কোনো প্রজেক্টে এ ধরনের ঘটনা আর ঘটবে না।