
প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ১:২৭

আশুলিয়ায় দফায় দফায় চলছে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান। আর রাতের আধারে এসব অবৈধ গ্যাস সংযোগ দিয়ে যারা হাতিয়ে নিয়েছেন কোটি টাকা, সে সমস্ত হোতারা থাকছেন ধরাছোঁয়ার বাইরে। আশুলিয়ায় বিভিন্ন প্রভাবশালী ও অসাধু চক্রের দেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত আশুলিয়ার জিরাবো, তৈয়বপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করেন তিতাস কতৃপক্ষ । এ সময় প্রায় এক হাজার রাইজার, রেগুলেটর ও চুলা জব্দ করা হয়।এ সংযোগ বিচ্ছিন্ন করার কাজে তিতাসের প্রায় ৯০ জনের একটি টিম অংশ নেয়।সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি বলেন, আশুলিয়ায় বিভিন্ন এলাকায় অসাধু গ্যাস ব্যবসায়ীরা অবৈধভাবে সংযোগ দিয়েছে ।
এমন খবরে আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছি। আজ তৈয়বপুর এলাকায় প্রায় ১হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হচ্ছে এবং রাইজারগুলোসহ চলা জব্দ করা হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। এ সময় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ- ব্যাবস্থাপক ও প্রকৌশলী মোঃ মহিউদ্দীন আহম্মেদ, সহ- ব্যাবস্থাপক আব্দুল মান্নান, ঠিকাদার মনির হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

