কালকিনিতে ৫৩ পিচ ইয়াবাসহ ব্যাবসায়ী সুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৮ই জুলাই ২০১৯ ০৬:৫৩ অপরাহ্ন
কালকিনিতে ৫৩ পিচ ইয়াবাসহ ব্যাবসায়ী সুজন গ্রেফতার

মাদারীপুরের কালকিনিতে ৫৩ পিচ ইয়াবাসহ ব্যাবসায়ী সুজন হাওলাদার(৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে যানায় কালকিনি থানা পুলিশ।পুলিশ সুত্রে জানাগেছ, আজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিক্তিতে কালকিনি থানার এসআই অমল রায় সঙ্গীয় ফোর্স নিয়ে কালকিনি উপজেলার সমিতির হাট বাজার থেকে ৫৩ পিচ ইয়াবাসহ তাকে আটক করেন। কালকিনি পৌরসভার চরবিভাগদী গ্রামের আঃ কাদের হাওলাদারের ছেলে সুজন। সে দীর্ঘদিন যাবত ইয়াবার ব্যাবসা কনে আসছে। তাকে ধরার জন্য অনেক আগের থেকে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, সুজন একজন ইয়াবা ব্যাবসায়ী তাকে অনেক আগের থেকেই আটকের চেষ্টা চলছে, আজ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।